spot_img

জয় অধরা, ১০ জনের ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ড্র ব্রাজ়িলের

অবশ্যই পরুন

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে ১০ জনের ভেনেজুয়েলার বিরুদ্ধে জয় পেলো না ব্রাজিল। ম্যাচে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি সেলেসাওরা।

ফলস্বরূপ, আজ শুক্রবার (১৫ নভেম্বর) নর্থ আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দরিভাল বাহিনীকে মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে।

ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে আধিপত্য ছিল ব্রাজিলের। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনিয়ার বাঁ পায়ের দারুণ শটে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে এটা তার প্রথম গোল। কিন্তু বেশিক্ষণের জন্য এগিয়ে থাকতে পারেনি সেলেসাওরা। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ড বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

ম্যাচের ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেয়ার দারুণ সুযোগ এসেছিল ভিনির সামনে। কিন্তু ডান দিকে নেওয়া তার পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। ফিরতি বলে অবশ্য শট মারেন ভিনি, সেটি গোলের জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচের ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনজালেজ। ভেনেজুয়েলা পরিণত হয় ১০ জনের দলে। অতিরিক্ত সময় মিলিয়ে শেষের প্রায় ১০ মিনিট ১০ জন নিয়ে খেলে তারা। এই সুযোগও কাজে লাগাতে পারেনি পাঁচবার বিশ্বকাপ জেতা দলটি। শেষ পর্যন্ত ড্র নিয়েই ছাড়তে হয় মাঠ।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে তৃতীয় ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, আজকাল ছোট ও বড় দলের মধ্যে তিনি পার্থক্য দেখেন না। মাতুরিনে কোচের সেই কথাই যেন প্রমাণ করল ভিনিরা!

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ