spot_img

জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

অবশ্যই পরুন

গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দারুণ নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ২৯ রানে হারিয়েছে পাকিস্তানকে।

বৃষ্টি ও বজ্রপাতের কারণে ব্রিজবেনে প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। ম্যাচে বেশ কিছু সময় নষ্ট হয়ে যাওয়ায় ৭ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান তুলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

দ্বিতীয় ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর প্রথম বলে ৯ রানে আউট হন ম্যাকগাক। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ওই ওভারে ৪টি বাউন্ডারি হাঁকান মারেন ম্যাক্সওয়েল। পরের ওভারে পেসার হারিস রউফের শিকার হয়ে ৯ রানে আউট হন শর্ট।

দুই ওপেনার ব্যর্থ হলেও দ্রুতগতিতে অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরিয়েছেন ম্যাক্সওয়েল। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৪৩ রান করে পেসার আব্বাস আফ্রিদির বলে আউট হন ম্যাক্সওয়েল। এই ইনিংস খেলার পথে বিশ্বের ১৬তম ও তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের বিদায়ের পর অস্ট্রেলিয়াকে ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রানের সংগ্রহ এনে দেন মার্কাস স্টয়িনিস। ২টি চার ও ১টি ছক্কায় ৭ বলে অপরাজিত ২১ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে নাসিমের বলে ২০ রান নেন স্টয়িনিস। আব্বাস ২ উইকেট নিয়েছেন।

৭ ওভারে ৯৪ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার তিন পেসার স্পেনসার জনসন, জার্ভিয়ার বার্টলেট ও ন্যাথান এলিসের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। তৃতীয় ওভারে ১৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। নিজেদের টি-টোয়েন্টিতে মাত্র ১৬ রানে দ্রুত ৫ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান।

দলীয় ২৪ রানে ষষ্ঠ উইকেট পতনে পাকিস্তানের স্বীকৃত ছয় ব্যাটারের কেউই দুই অংকে পৌঁছাতে পারেননি। শাইবজাদা ফারহান ৮, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শূন্য, বাবর আজম ৩, উসমান খান ও অভিষিক্ত সালমান আঘা ৪ এবং ইরফান শূন্যতে থামেন।

লোয়ার-অর্ডারে হাসিবুল্লাহ খান ১২, আব্বাস ২০ ও আফ্রিদির ১১ রানে দ্রুত গুটিয়ে যাবার লজ্জা এড়ায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করে সফরকারীরা।

বার্টলেট-এলিস ৩টি করে এবং স্পিনার এডাম জাম্পা ২টি ও জনসন ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল।

আগামী ১৬ নভেম্বর সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ