spot_img

শি জিনপিংয়ের সঙ্গে বাইডেনের শেষ বৈঠক, চূড়ন্ত হলো দিনক্ষণ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (১৭ নভেম্বর) শেষবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন সরকারের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। খবর রয়টার্সের।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের জানান, পেরুর রাজধানী লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) ফোরামের সাইডলাইনে দুই দেশের নেতার মধ্যে এই বৈঠক হবে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাড়ন্ত উত্তেজনাসহ বিভিন্ন বৈশ্বিক আলোচিত ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান।

সব কিছু ঠিক থেকে যদি বাইডেন ও শিয়ের মধ্যে এই বৈঠক হয় তাহলে গত এপ্রিল মাসে দুজনের মধ্যকার ফোনালাপের পর এটিই হবে প্রথম প্রকাশ্য কথাবার্তা।

বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও চীন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে মাদক ফেন্টানাইলের প্রবাহ বন্ধসহ আরও বহু ইস্যু নিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন দুই দেশের নেতা।

সুলিভান জানান, বৈঠেক সম্প্রতি চীন সংশ্লিষ্ট একটি গোষ্ঠী কর্তৃক বিশিষ্ট মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত টেলিকমিউনিকেশন হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করবেন বাইডেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন দেখিয়েছেন আমাদের মতভেদ ও প্রতিযোগিতাকে সংঘর্ষ বা মুখোমুখি অবস্থায় পরিণত হওয়া থেকে রোধ করতে পারে যুক্তরাষ্ট্র ও চীন। যোগাযোগের খোলা চ্যানেল বজায় রাখার মাধ্যমে তিনি এই কাজ করেছেন।

অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি চীনের সমর্থন এবং রাশিয়ায় ১০ হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্যের উপস্থিতির বিষয়টিও উত্থাপন করবেন বাইডেন।

বাইডেন ও শিয়ের মধ্যকার বৈঠক নিয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা করছে: রিজভী

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির...

এই বিভাগের অন্যান্য সংবাদ