spot_img

আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত গত ৬ নভেম্বর এ আদেশ দেন। তবে বিষয়টি আজ বুধবার (১৩ নভেম্বর) জানা যায়।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর আইভীর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তারও আগে ১৯ আগস্ট দেশের সব সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। তাতে নাসিক থেকে বিদায় নিতে হয় আইভীর।

নাসিকের তিনটি নির্বাচনেই জয় পান আইভী। এর মধ্যে ২০১১ সালে সিটি করপোরেশনটির প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে সারাদেশ আলোচনায় আসেন তিনি। এর আগে চার দলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আইভী। তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মেয়ে। আলী আহাম্মদ চুনকা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ