অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ২২ বছর পর অজিরা ঘরের মাঠে পাকিস্তানের কাছে সিরিজ হারলেও সেটি নিয়ে মাঠ-বাইরে নেই কোনো আলোচনা-উত্তাপ। বরং ভারত সিরিজের জন্য অপেক্ষায় দেশটির গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেটাররা। যা নিয়ে ক্ষোভ পাকিস্তানের কোচ জেসন গিলেস্পির।
সামনে অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফি। ৫ ম্যাচের টেস্ট সিরিজটি নিয়ে যত আলোচনা আর প্রচারণা চলছে এখন অজিদের। যে কারণে পাকিস্তানের সাফল্য কিংবা তাদের সিরিজ হার নিয়ে আলাপ-আলোচনা অনেকটা কমে এসেছে।
অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে পাকিস্তানের সাদা বলের কোচের ভূমিকায় আছেন গিলেস্পি। অস্ট্রেলিয়ান কিংবদন্তির অধীনে পাকিস্তান পেয়েছে দারুণ সাফল্য। কিন্তু নিজের দেশে বেশ অবাকই হয়েছেন ৪৯ বর্ষী কোচ। সাবেক পেসার বলেছেন, ‘সত্যি বলতে, ওয়ানডে সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তেমন একটা প্রচার প্রচারণা করতে দেখিনি। যা দেখে অবাক হয়েছি। এটা নিশ্চিত যে তারা ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ এই সিরিজ নিয়ে কোনো প্রচারণাই চোখে পড়ল না।’
‘ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাধান্য কোথায়, তা আমাদের কাছে স্পষ্ট। এটা অবশ্য তাদের ব্যাপার। তবে এই সিরিজের প্রচারণা বা বিজ্ঞাপন একেবারেই দেখিনি। তারা প্রাধান্য দিচ্ছে ভারত সিরিজকে।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া হেরেছে ২-১ ব্যবধানে। আগামী ২২ নভেম্বর শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগে ১৪ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ রয়েছে অজিদের। ১৪ নভেম্বর থেকে শুরু হবে যে সিরিজ।