spot_img

ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনার পোস্ট নিয়ে তোলপাড়

অবশ্যই পরুন

কয়েক মাস আগেই নিজের ক্যানসার শনাক্তের কথা জানান ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও বিগ বসের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে ভুগছেন তিনি। মাঝে মধ্যেই শরীরের নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে।

এমন কঠিন পরিস্থিতিতেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছেন এ বলিউড তারকা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। তবে তার ক্যানসার শনাক্তের কথা জানার পর চিন্তিত শুভাকাঙ্ক্ষীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছেন হিনা খান। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এমনকি নানা প্রশ্ন উঠেছে সোশ্যালে। বলা হচ্ছে, অভিনেত্রী নাকি এমন কিছু লিখেছেন, যা হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে সবার। অনেকেই ধারণা করছেন, হয়তো সাহস হারিয়ে ফেলছেন তারকা। এ কারণে অসুস্থতাও বেড়ে যেতে পারে।

হিনা খান নিজেকে নিয়ে ঈশ্বরের কাছে প্রশ্ন তুলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন। তাতে লিখেছেন, ‘হে ঈশ্বর, আমি জানি না আমার জন্য কী পরিকল্পনা আপনার? এরপরও আমি সবসময় আপনার প্রতি বিশ্বাস রাখতে চাই। এমনকি দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। অনেক অনিশ্চয়তার মধ্যে আপনার প্রতি দৃঢ় বিশ্বাস আমার। এমন কঠিন অবস্থায় থেকে রক্ষা করুন আমাকে।’

এ অভিনেত্রী ঈশ্বরের কাছে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন। আর তার এই ধরনের পোস্ট দেখে শুভাকাঙ্ক্ষীরাও প্রার্থনা করছেন, যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন তাদের প্রিয় তারকা।

এর আগে, গত ২৮ জুন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে অভিনেত্রী হিনা খান ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের কথা জানিয়ে লেখেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জন নজর কেড়েছে আমার। যারা আমার ভক্ত আছেন, আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করছি। ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে আমার। এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, ভালো আছি আমি।’

এ অভিনেত্রী আরও লিখেছিলেন, ‘ক্যানসার মুক্ত হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী আমি। ইতোমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে আমার। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যাবতীয় করণীয় মেনে চলার জন্যও প্রস্তুত আমি।’

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ