spot_img

বিপিএল’র সূচি প্রকাশ, শুরু ৩০ ডিসেম্বর

অবশ্যই পরুন

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

মঙ্গলবার দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল।

বিপিএলের আগামী আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যুতে খেলা হবে।

এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে- ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স।

লিগ পর্বের সেরা চার দল প্লে-অফে খেলবে। ৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমিনেটর এবং সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে।

প্রথম কোয়ালিফাইয়ার ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দল ফাইনাল খেলবে। ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

লিগ পর্বে প্রতিদিনই ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলো দুপুর দেড়টায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে। শুক্রবারের ম্যাচগুলো দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায় শুরু হবে।

বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ