spot_img

র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন জানালেন পা হারানো লিমন

অবশ্যই পরুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন করেছেন ২০১১ সালে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটের কার্যালয়ে লিমন নিজে এ আবেদন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ন্যায়বিচার পাইনি। তাই এখন ন্যায়বিচারের আশা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করলাম।

জানা গেছে, লিমনের পা হারানোর ঘটনায় সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। সে সময় লিমনের বয়স ছিল ১৬ বছর। পরে লিমন সাংবাদিকদের জানান, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে কাছ থেকে পায়ে গুলি করেন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা এক পর্যায়ে তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন। এ ঘটনায় পরবর্তীতে র‌্যাবের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়।

সর্বশেষ সংবাদ

লাস পালমাসকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ