spot_img

শাহরুখ খানকে খুনের হুমকি দেয়া সেই আইনজীবী গ্রেপ্তার

অবশ্যই পরুন

গত কয়েক বছর ধরেই বলিউড ভাইজান সালমান খানকে খুনের হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দফায় দফায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে এরপরও থেমে থাকেনি হুমকি। এরইমধ্যে কিছুদিন আগে খুনের হুমকি দেয়া হয় বলিউড তারকা শাহরুখ খানকে।

এবার বলিউড বাদশাহকে হুমকি দেয়া সেই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশকে বোকা বানাচ্ছিলেন আইনজীবী। মঙ্গলবার (১২ নভেম্বর) ছত্তীসগড়ে নিজ বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

শাহরুখ খানকে হুমকিদাতা আইনজীবীর নাম মুহাম্মদ ফইজান খান। তিনি ছত্তীসগড়ের রায়পুরের বাসিন্দা। কিছুদিন আগেই মুম্বাই পুলিশকে একটি হুমকি বার্তা দিয়েছিলেন তিনি। তাতে জানিয়েছিলেন, ৫০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ফোন নম্বর ট্রেস করে ফইজান খানের খোঁজ পায়। ওই সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়েছিলেন, তার ফোন চুরি হয়ে গেছে। আর মিথ্যা বলে গত ২ নভেম্বর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন।

মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে হাজিরা দিতে বলেছিল ওই আইনজীবীকে। কিন্তু হাজিরা না দেয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংহিতার ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা দাবি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য)-এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলিউড তারকাকে খুনের হুমকি দেয়ার পরই ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরিতে নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে তার সঙ্গে সবসময় ৬ জন সশস্ত্র পুলিশ থাকেন। এর আগে থাকতেন দু’জন।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ