spot_img

ভারতের মনিপুরে অনির্দিষ্টকালের কারফিউ

অবশ্যই পরুন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। মনিপুরের জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। সোমবার (১১ নভেম্বর) জিরিবাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে হামলার কারণে এই কারফিউ জারি করা হয়েছে। বিবিস্যার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মনিপুর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে, সোমবার দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থি’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনায় ১০ জন ‘সশস্ত্র উগ্রপন্থী’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের কাছ থেকে তিনটি ‘একে’, ৪টি এসএলআর, দুটি ইনসাস বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে একটি রকেট প্রপেল্ড গান, একটি পাম্প অ্যাকশন গান, বুলেট প্রতিরোধী হেলমেট ও গুলি ভর্তি ম্যাগাজিন।

গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্যও আহত হয়েছেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুকি-জো উপজাতি সংগঠনগুলি অবশ্য দাবি করছে যে, নিহতরা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন না, তারা গ্রামরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকের কাজ করছিলেন।

উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে মনিপুরের মেইতেই ও কুকি-জো উপজাতির মানুষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ