spot_img

ট্রেনে কাটা পড়ে লালমনিরহাটে ৪ জনের মৃত্যু

অবশ্যই পরুন

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় রেলপথে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টার নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় রেললাইনে বসে এই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। মেশিনের শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পায়নি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন মারা যান।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ