spot_img

সেঞ্চুরি না পাওয়া মাহমুদউল্লাহর বিরচিত ইনিংসে লড়াকু পুঁজি বাংলাদেশের

অবশ্যই পরুন

ব্যাট হাতে ওপেনাররা ভালো সূচনা এনে দেওয়ার পর আচমকা ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। বিপর্যয়ের মুখে হাল ধরেন মিরাজ ও রিয়াদ। পঞ্চম উইকেটে দুজনের বড় জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। শেষ পর্যন্ত লড়াকু পুঁজি নিয়েই প্রথম ইনিংস শেষ করেছে দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরিতে এ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দলকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৩ রান।

ব্যক্তিগত ২৪ রানে সৌম্য ফেরার পর ১৯ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ১৯, জাকির হাসান ৪ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন। ৭২ রানে চার উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে ১৪৫ রানের বিশাল জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ ৬৬ রানে আউট হলে ভাঙে এ জুটি। জাকের আলী আজ সুবিধা করতে পারেননি। ফেরেন মাত্র ১ রানে। সঙ্গীদের বিদায়ে একপ্রান্ত ধরে খেলেন রিয়াদ।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হন রিয়াদ। ইনিংসের শেষ বলে ৯৮ রানে রান আউট হন তিনি। তবে তার ব্যাটেই বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত হয়। আফগানদের হয়ে ওমরজাই চারটি এবং নবী ও রশিদ একটি করে উইকেট নেন।

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ