spot_img

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা হাসান

অবশ্যই পরুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সরকারের কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাজের গতি ও দক্ষতা বাড়াতে নতুন কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এসব উপদেষ্টাদের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান, এবং এটি জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে।’

এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে নতুন দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘কৌশলগত কারণে মাহফুজ আলমকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।’

জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলোর রিপোর্ট মঙ্গলবার (১২ নভেম্বর) চূড়ান্ত করা হবে। এরপরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।’

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন চাওয়ার বিষয়টি স্বাভাবিক, তবে তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এমন কিছু নয়, বরং তাদের সাথে সরকারের মধ্যে একটি ডায়ালগ চলছে। নির্বাচনের ব্যাপারে সরকার চাপমুক্তভাবে তার কাজ করছে।’

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ