spot_img

যুক্তরাষ্ট্রের সফরের আগে চীনের সহযোগিতার আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সফরের আগে চীনের সাথে সংঘাতের বদলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

এর আগে, রোববার চীনের রাজধানীর একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিয়ে তিনি ১০ বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে সাক্ষর করেন।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং ‘সভ্যতার শক্তিতেও’ বলিয়ান হচ্ছে এবং চীনের এই যাত্রায় তার দেশও অংশীদার হতে চায়।’

তিনি বলেন, ‘আমাদেরকে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে প্রকাশ পায়, এই আধুনিক যুগে সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই শান্তি ও প্রগতির পথ খুলে দেয়।’

এশিয়া-প্যাসিফিক সম্মেলন
তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণের পর সুবিয়ান্তো তার প্রথম বিদেশ সফরের প্রথম গন্তব্য ছেড়ে এবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র সরকার চীনের উত্থানের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে।

এরপর তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন ও জি২০ সম্মেলনে যোগ দিতে যথাক্রমে পেরু ও ব্রাজিলে যাবেন।

তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দু’দেশের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে একমত হয়েছেন।

রাজনীতি, অর্থনীতি, নৌ ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি নিরাপত্তাকে দু’দেশের সহযোগিতার পঞ্চম ‘স্তম্ভের’ মর্যাদায় উন্নীত করেন দুই নেতা।

এক যৌথ বিবৃতিতে জানা গেছে, ২০২৫ সালে প্রথম বারের মতো এই দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা একইসাথে বৈঠকে অংশ নেবেন।

সুবিয়ান্তো বলেন, ‘ইন্দোনেশিয়ার অবস্থান খুবই স্পষ্ট। আমরা সবসময় নিরপেক্ষ ছিলাম এবং আমরা পৃথিবীর সব বড় বড় ক্ষমতাধর দেশের প্রতি সম্মান জানিয়েছি।’

সূত্র : ভিওএ

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। শুক্রবার (০৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ