spot_img

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৭

অবশ্যই পরুন

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলায় ২০ জন আহত হয়েছে।

রোববার বিকেল এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গোলান মালভূমি থেকে দামেস্কের সায়িদা জয়নাব এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। এ হামলায় ব্যক্তিগত মালকানাধীন ওই ভবনের ব্যাপক ক্ষতি হয়।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের আগের প্রতিবেদনে বলা হয়, এই হামলা একটি আবাসিক ভবনের এক ফ্ল্যাটে আঘাত হানে। ভবনটিতে লেবাননের নাগরিক ও হিজবুল্লাহ সদস্যরা বসবাস করছিলেন।

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে শিয়াদের গুরুত্বপূর্ণ মাজার এলাকা সায়িদা জয়নাব। এর আগেও সেখানে ইসরাইল হামলা চালিয়েছে।

সম্প্রতি কয়েক বছরে ইসরাইল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইরানি সামরিক সম্পদ ও হিজবুল্লাহর কাছে পাঠানোর জন্য প্রস্তুত অস্ত্র ওই হামলার লক্ষ্য ছিল বলে দাবি করে তারা।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

রানওয়ে থেকে ছিটকে বিমান পড়লো সাগরে, দুইজনের মরদেহ উদ্ধার

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা বিমানবন্দরের গ্রাউন্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ