spot_img

শেষ ওভারের থ্রিলারে নাটকীয় জয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

শেষ ওভারে প্রয়োজন মোটে ৮ রান, হাতে তিন উইকেট। মাঠে ফিফটি করে অপরাজিত থাকা পাথুম নিশানকা; জয়ের জন্য সহজ সমীকরণ বটে।। তবে নাটকীয়ভাবে এ ম্যাচটা হেরে গেছে শ্রীলঙ্কা। অবিশ্বাস্য জয় পেয়েছে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ১২০ রানের কম পুঁজি নিয়ে কখনো জেতেনি নিউজিল্যান্ড। ফলে তাদের মাত্র ১০৮ রানে আটকে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। এত কম রামে প্রতিপক্ষকে আটকে দিয়ে আগে কখনো হারেওনি লঙ্কানরা।

তবে বদলে গেছে তাদের সেই রেকর্ড। রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ছোট এই লক্ষ্য তাড়া করতে গিয়ে হেরে গেছে ৫ রানে। ১ বল থাকতে অলআউট হয়েছে ১০৩ রানে। হ্যাটট্রিক করেছেন লুকি ফার্গুনসন।

ডাম্বুলায় এইদিন রাজত্ব ছিল বোলারদেরই। প্রথমভাগে আলো ছড়ান ওয়ানিন্দু হাসারাঙ্গ ও মাথিশা পাথিরানা। চার ওভারে ১৭ রান দিয়ে একাই ৪টি শিকার ধরেন হাসারাঙ্গা। ১১ রান খরচায় তিন উইকেট নেন পাথিরানা। তাতেও ধস নামে লঙ্কান শিবিরে।

ফলে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। তাদের ৮ ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্ক। সর্বোচ্চ ৩০ রান করেই উইল ইয়ং। জশ ক্লার্কসন ২৪ ও সান্টনার করেন ১৯ রান।

ম্যাচের প্রথম বলে থুশারার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন টিম রবিনসন। লঙ্কান পেসার পরের ওভারে ফিরিয়ে দেন মার্ক চ্যাপম্যানকে। ৬ রানে ২ উইকেট হারানো কিউইরা সপ্তম ওভারে খায় জোড়া ধাক্কা। প্রথম বলে ফিলিপস ও শেষ বলে ব্রেসওয়েলকে বোল্ড করেন হাসারাঙ্গা।

নিজের পরের দুই ওভারে মিচেল ব্রেসওয়েল ও উইল ইয়াংকেও ফিরিয়ে দেন তিনি। ৮৪ রানে ৭ উইকেট পড়ার পর কোনোমতে একশ পার করে কিউইরা।

জবাব দিতে নেমে ফার্গুনসনের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে ম্যাচের গতিপথ বদলে দেন এই পেসার। ষষ্ঠ ওভারের শেষ বলে কুশল পেরেরা ও পরের ওভারের প্রথম দুই বল্র কামিন্দু মেন্ডিস আর চারিথ আসালাঙ্কাকে ফেরান তিনি।

একটা সময় ৮২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। তবে একপ্রান্ত আগলে তখনও গলার কাঁটা পাথুম নিশানকা। তুলে নেন ফিফটি। অষ্টম উইকেটে থিকসানার সাথে যোগ করেন ২০ রান। তাতে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৮ রানের।

তবে ফিলিপস শেষ ওভারে লঙ্কান ভরসা নিশানকাসহ ৩ উইকেট নিয়ে শেষ পেরেকটা ঠোকেন শ্রীলঙ্কার ইনিংসে। ৫১ বলে ৫২ করে ১৯.২ ওভারে ক্যাচ দিয়ে ফেরেন নিশানকা। পরের বলেই পাথিরানা ও পঞ্চম বলে থিকসানাকে (১৪) ফেরান ফিলিপস।

রান তাড়ায় শ্রীলঙ্কার হয়ে এই নিশানকা ও থিকসানা ছাড়া দুই অঙ্কের রান করেছেন শুধু ভানুকা রাজাপাকশে (১৫)। আর দুই কিউই বোলার ফার্গুসন ৭ ও ফিলিপস ৬ রানে নিয়েছেন সমান ৩ উইকেট।

প্রথম ম্যাচ হারের পর এই জয়ে, দুই টি-টোয়েন্টির সিরিজ সমতায় শেষ করল মিচেল স্যান্টনারের দল।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ