spot_img

কবে ফিরছে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি, জানালেন রোহিত শেঠি

অবশ্যই পরুন

বলিউডে ফ্র্যাঞ্চাইজি সিনেমার চল শুরু হয়েছে অনেক আগে থেকেই। কিছু ফ্র্যাঞ্চাইজির বয়স দুই দশকের কাছাকাছি। এরমধ্যে অন্যতম ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি। ‘গোলমাল: ফান আনলিমিটেড’ ২০০৬ সালে সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রশংসা পেয়েছিল। দুই বছর পর আসে ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল থ্রি’ সিনেমাটি ২০১০ সালে। আর সবশেষ এই ফ্র্যাঞ্চাইজির ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর থেকেই দর্শকের প্রশ্ন কবে আসবে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা।

ইয়ন থেকে জানা যায়, গোলমাল নির্মাতা রোহিত শেঠি তার অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। এর মধ্যে অন্যতম ‘সিংহম’। বলিউডের সবচেয়ে জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি রোহিত শেঠি এবং অজয় দেবগন। তাদের একসঙ্গে তৈরি করা সিনেমাগুলো সবসময়ই বক্স অফিসে সাফল্য পেয়েছে। বর্তমানে রোহিত এবং অজয় ​​দুজনেই ‘সিংহম অ্যাগেইন’ এর সাফল্য উপভোগ করছেন। এরমাঝেই রোহিত শেঠি কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল ফাইভ’ নিয়ে আসার খবর জানালেন।

তিনি সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘গোলমাল ফাইভ’ আর সিনেমাটি তার সিনেমা পুলিশের আগেই মুক্তি পাবে। রোহিত শেঠি বলেন, ‘সিংহম অ্যাগেইন’ এর মতো অ্যাকশন সিনেমার পর আমি গোলমাল ফাইভ নির্মাণ করার জন্য অপেক্ষায় আছি। আমি মজার একটা সিনেমা নির্মাণ করতে চাচ্ছি যেটা সবাই মিলে অনেক মজা করে করা যাবে। আর দর্শকও আনন্দ করে সিনেমাটা দেখবে।

অজয় দেবগন গোলমাল ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ফ্র্যাঞ্চাইজিটির গোলাপ চরিত্র অভিনয় করে দর্শককে মাতিয়ে রাখেন। গোলমাল নিয়ে অজয় দেবগন বলেন, কমেডি সিনেমায় অভিনয় করার জন্য বিশেষ কোনো চাপ অনুভব করি না। এটা খুব সহজ, কারণ আমি শুধু চরিত্রে থাকি। অ্যাকশনের মাঝে থাকলে এক ধরনের উত্তেজনা থাকে, কিন্তু কমেডিতে সেটা একেবারেই আলাদা। আমি শুধু নিজের মতো অভিনয় করি, আর তখন সেটে আসল মজা থাকে।

গোলমাল ফ্র্যাঞ্চাইজির মূলত কয়েকজন বন্ধকে নিয়ে। যার একটি চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন এবং অন্যান্য চরিত্রে আছেন আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু এবং শ্রেয়াস তালপাড়ে। ‘গোলমাল ফাইভে’ তাদের আবার একসঙ্গে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলছেন না নির্মাতা।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ