spot_img

অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কাজের অগ্রগতি প্রকাশ

অবশ্যই পরুন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি প্রকাশ করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপন্থা ও উন্নয়নের অগ্রগতি তুলে ধরে।

প্রকাশিত তথ্যে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সময়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। তিন মাসে সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম সচিব পদে ২২৬ জন এবং উপসচিব পদে ১২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ৯৬ জন যুগ্ম সচিব ও ১৮৯ জন উপসচিবকে বদলি করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রশাসনিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ জন বিভাগীয় কমিশনার, ৩ জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ৫৯ জন জেলা প্রশাসক, ১১৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ১৬৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার পদও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম সরকারের বড় পাঁচটি কাজ উল্লেখ করে বলেন:

১. শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
২. ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
৩. বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া গেছে।
৪. সংস্কারের রূপরেখা নির্ধারণ করা হয়েছে, যা রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে আরও পর্যালোচনা করা হবে এবং এর ওপর নির্বাচনের তারিখ নির্ভর করবে।
৫. বন্যা এবং গার্মেন্টস খাতে অস্থিরতাসহ কয়েকটি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ