spot_img

যুক্তরাষ্ট্র-মেক্সিকোর নদী চুক্তি স্বাক্ষর

অবশ্যই পরুন

মেক্সিকো থেকে নদীর পানির আরো নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে শুকনো দক্ষিণাঞ্চলীয় মার্কিন রাজ্যগুলোতে পানির ঘাটতি রোধ করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এ কথঅ জানিয়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, চুক্তিটি-১৮ মাসেরও বেশি সময় ধরে আলোচনার ফসল।

সীমানা ও পানি কমিশন বলেছে, এই চুক্তির ফলে দেশ দু’টির সীমান্ত বরাবর প্রবাহিত রিও গ্র্যান্ডে নদীর উভয়পাশে ক্রমবর্ধমান পানির অভাব দূর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান বর্ষা মৌসুমে যত তাড়াতাড়ি সম্ভব পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে পরামর্শ করছে।

সীমানা ও পানি কমিশনের মার্কিন প্রতিনিধি মারিয়া-এলেনা জিনার বলেন, স্থিতাবস্থা গ্রহণযোগ্য না হওয়ায় রিও গ্রান্ডের অববাহিকায় অতি-প্রসারিত পানিসম্পদ ব্যবস্থাপনায় গত ৩০ বছর ব্যাপক চুক্তি তৈরি করেছে।

১৯৪৪ সালের একটি চুক্তির অধীনে মেক্সিকো পাঁচ বছরের চক্রাকারে রিও গ্র্যান্ডে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পানি সরবরাহ করে। বিনিময়ে একইভাবে যুক্তরাষ্ট্র কলোরাডো নদী থেকে পানি সরবরাহ করে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ‘সরঞ্জাম এবং নমনীয়তা’য় মেক্সিকো পানির ঘাটতি কমাতে বা প্রতিরোধ করতে পাঁচ বছরের চক্রাকারে আগেভাগে পানি সরবরাহ করবে।

কয়েক দশক পুরানো চুক্তিটি বিতরণ বিলম্বের জন্য অতীতে কূটনৈতিক দ্বন্দ্ব এবং একইসাথে ফসলের ওপর খরার প্রভাব নিয়ে চিন্তিত মেক্সিকান কৃষকদের বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল।
সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ