spot_img

স্বৈরাচার নিপাত না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিক্ষার্থীরা: সারজিস

অবশ্যই পরুন

স্বৈরাচার নিপাত না যাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের জিরো পেয়েন্টে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই চেতনাকে ধারণ করে, যতদিন গণতন্ত্র মুক্তি না পাচ্ছে আমরা শিক্ষার্থীরা রাজপথে থাকবো।

তিনি আরও বেলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ একটাই সন্ত্রাসী সংগঠনের যদি কেউ রাজপথে থাকে, তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। আমরা এই কাজ করতে এখানে এসেছি। অন্য কোনো কাজ আমরা সমর্থন করি না।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা

সমীকরণের মারপ্যাঁচ। সেখানে থেকে যেনো বেরই হতে পারে না বাংলাদেশ। কিন্তু তবুও আজ শেষ রক্ষা হয়েছে লঙ্কানদের জয়ে। বৃহস্পতিবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ