spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানে যাবে না ভারত

অবশ্যই পরুন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি নিজেদের মধ্যে যোগাযোগের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ভারত কোনোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যেতে পারবে না। ভারত এক্ষেত্রে নিরাপত্তার কথা উল্লেখ করেছে। বরং ভারতের সমস্ত ম্যাচ দুবাইয়ে আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।

বোর্ডের এক সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলা হয়েছে, ‘এটাই আমাদের বরাবরের অবস্থান। কোনোভাবেই সেটা বদলানোর কোনো সম্ভবনা নেই। আমরা তাদের লিখিতভাবে আমাদের অপারগতার কথা জানিয়েছি। আমাদের সমস্ত ম্যাচ দুবাইয়ে ফেলার কথাও বলা হয়েছে।’ ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির শীর্ষস্থানীয় আট দলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে পাকিস্তানে। আয়োজক শহরের মধ্যে রয়েছে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি।

ভারতের ক্রিকেট বোর্ডের ওয়াকিবহাল মহলের সূত্রে বলা হচ্ছে, দেশের সরকারের সাথে আলোচনা করেই নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে বিসিসিআই। গত বছর এশিয়া কাপে পাকিস্তানে যাওয়ার প্রবল চাপ উপেক্ষা করে ভারত নিজেদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল। ইসলামাবাদে গত মাসেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ ঈশাক দারের সাথে।

সেই বৈঠকের ফলে আশা জেগেছিল ক্রিকেট মহলে। সাম্প্রতিক অটোতে এই প্ৰথমবার দু’দেশের মন্ত্রীরা সরাসরি আলোচনা সেরেছিলেন। ভাবা হয়েছিল এবার হয়ত ভারত সরকারের তরফে ছাড়পত্র পেয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পা রাখবে পাকিস্তানে। জানা গিয়েছে, পাকিস্তানের গৃহমন্ত্রী এবং পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভিকে গোটা বিষয় সম্পর্কে অবহিত রাখা হয়েছে।

ভারতকে পাকিস্তানে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন পিসিবি কর্তারা। এমনকি নিরাপত্তার সমস্যা হলে প্রত্যেক ম্যাচের পর ভারতে ফিরে যাওয়ার অপশনও দেয়া হয়েছিল পাকিস্তানের তরফে। তবে এত আশা জাগিয়েও শেষমেশ কিছুই হলো না।

পাকিস্তান সাম্প্রতিক অতীতে ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে। ২০০৬-এ শেষবার ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল। যেখানে পাকিস্তান দলকে ৪-১ ব্যবধানে ওয়ানডেতে হারায় রাহুল দ্রাবিড়ের ভারত।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও দি নিউজ

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নেপালের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে লড়াই করেও হেরে যায় অজি কন্যাদের কাছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ