spot_img

নেশন্স লিগের জন্য শক্তিশালী দল ঘোষণা পর্তুগালের

অবশ্যই পরুন

চলতি মাসে উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। শুক্রবার (৮ নভেম্বর) রাতে দলটির কোচ রবার্তো মার্টিনেজ এই স্কোয়াড ঘোষণা করেন।

দলের নেতৃত্বে যথারীতি রাখা হয়েছে ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে দলে সুযোগ পাননি আল হিলালের ফুটবলার রুবেন নেভেস। ডাক পেয়েছেন কিছু তরুণ প্রতিভান ফুটবলার।

আগামী শুক্রবার (১৫ নভেম্বর) পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। পরের ম্যাচে সোমবার (১৮ নভেম্বর) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা।

পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষ: দিয়েগো কোস্তা, রুই সিলভা, জোসে সা।
রক্ষণভাগ: দিয়েগো ডালট, জোয়াও কানসেলো, নেলসন সেমেডো, নুনো মেন্ডেস, নুনো তাভারেস, টমাস অরাউজো, থিয়াগো জালো, রেনাতো ভিগা, অ্যান্তোনিও সিলভা।
মিডফিল্ডার: ওতাভিও মোন্তেইরো, ম্যাথিউস নুনেস, পেড্রো, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেজ, জোয়াও ফেলিক্স।
ফরোয়ার্ড: ভিতিনহা, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসিকাও, ফ্রান্সিসকো ট্রিনকাও, রাফায়েল লেয়াও, ক্রিশ্চিয়ানো রোনালদো।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ