নেদারল্যান্ডসে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

অবশ্যই পরুন

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের জেরে নেদারল্যান্ডসে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এ ঘটনা ঘটে।

অ্যামস্টারডামের ক্লাব আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল ইসরাইলি ক্লাব মাকাবি তেল আবিব। আয়াক্সের কাছে ম্যাচটি ৫-০ ব্যধানে হারে তেল আবিব।

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ফেরার পথে ইসরাইলি সমর্থকদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী।

ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ডাচ ও ইসরাইলি নেতারা এর নিন্দা জানিয়েছেন। খবর শুনেই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কৌশলগত সফরে জরুরি ভিত্তিতে নেদারল্যান্ডস গেছেন।

নিজ দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নেদারল্যান্ডসে একটি বিমান পাঠিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছরের অক্টোবরে হামাস-ইসরাইল সঙ্ঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনপন্থীদের ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে। এর ফলে বহির্বিশ্ব ইসরাইলিদের জন্য অনিরাপদ হয়ে উঠছে বলে ধারণা বিশ্লেষকদের।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেই আমস্টারডামজুড়ে উত্তেজনা ছড়ায়। ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী বেশকিছু মানুষ ম্যাচটির ভেন্যু ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের উদ্দেশে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে মিছিল বের করে।

আপত্তিকর পরিস্থিতি এড়াতে ম্যাচটিতে ফিলিস্তিনপন্থী দর্শকদের নিষিদ্ধ করে আমস্টারডামের মেয়র। তবে ম্যাচ শেষ হওয়ার পর ইহুদি দর্শকরা স্টেডিয়ামের বাইরে বের হলেই তাদের ওপর হামলা চালানো হয়। শহরের বেশ কিছু জায়াগায় হামলা হয়েছে বলে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ হয়েছে।

হামলা জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করেছে আমস্টারডাম পুলিশ। এ ঘটনায় বড় ধরনের তদন্ত শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে তারা।

এছাড়া আমস্টারডামে বসবাসকারী ইহুদি নাগরিকদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনার পর আগামী বৃহস্পতিবার নেশন্স লিগে ইসরাইলের খেলা নিয়েও যথেষ্ট নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। নেশন্স লিগের ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের পঞ্চম ম্যাচে আগামী ১৪ নভেম্বর রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইসরাইল।

পার্ক দে প্রান্সে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে পিএসজি-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের আগে গ্যলারি থেকে ফিলিস্তিনপন্থীদের বিশাল ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। ইসরাইলের বিপক্ষে ম্যাচটিও অনুষ্ঠিত হবে প্যারিসে, স্তাদ দে ফ্রঁস স্টেডিয়ামে।

এর আগে, নিরাপত্তা আশঙ্কার কারণে ইসরাইলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ আয়োজন করতে অস্বীকৃতি জানায় বেলজিয়াম। পরে হাঙ্গেরির একটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হলেও সেখানে কোনো দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ