spot_img

তালেবান প্রতিরক্ষমন্ত্রীর সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার বৈঠক

অবশ্যই পরুন

আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এই প্রথম সরকারিভাবে দেখা করলেন তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহম্মদ ইয়াকুবের সাথে। মনে করা হচ্ছে, ভারত সরকার এবং তালেবানের মধ্যে সম্পর্কের আরো প্রসার ঘটানো নিয়ে আলোচনা হয় দু’পক্ষের।

রিপোর্ট অনুযায়ী, বুধবার ইয়াকুবের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র দফতরের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিভাগের যুগ্ম সচিব জেপি সিং। এ বৈঠকটি অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠক সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তালেবানের প্রতিষ্ঠাতা তথা মরহুম সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব এর আগে কখনো ভারতীয় মধ্যস্থতাকারীদের সাথে প্রকাশ্যে কথা বলেননি।

এদিকে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব বৈঠক নিয়ে কোনো বক্তব্য পেশ করা হয়নি সরকারিভাবে। তবে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলা হয়, জেপি সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় এক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ইয়াকুব। দু’পক্ষের সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। তালেবানের সেই বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ করে মানবাধিকার ক্ষেত্রে দু’পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো পোক্ত করতে চায়।

উল্লেখ্য, বুধবার আগাম কোনো ঘোষণা ছাড়াই আফগান রাজধানী কাবুলে পা রাখেন জেপি সিং।

এদিকে সফরকালে ইয়াকুবের পাশাপাশি তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সাথেও পৃথক বৈঠক করেছেন জেপি সিং।

ভারতীয় কর্মকর্তার সাথে বৈঠক নিয়ে হামিদ কারজাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ‘ঐতিহাসিকভাবে দু’দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। এই আবহে বর্তমান পরিস্থিতিতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে যতটা সম্ভব আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। আফগান মানুষের জন্য ভারত যা করছে তা প্রশংসনীয়। তবে আফগান তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণে জোর দেয়া উচিত। বাণিজ্যের প্রসার ঘটানো উচিত। দু’দেশের মধ্যে ভ্রমণ আরো সহজ করা উচিত।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ