spot_img

মাস্ককে নতুন দায়িত্ব দেবেন ট্রাম্প!

অবশ্যই পরুন

হোয়াইট হাউসে তার প্রবেশ করতে এখনো দু’মাস দেরি। কিন্তু ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ‘সম্ভাব্য অবয়ব’ নিয়ে জল্পনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ২০১৬ সালে ট্রাম্প জেতার পরে এমন অনেক পূর্বাভাসই শেষ পর্যন্ত মেলেনি।

আট বছর আগে ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রচারে অন্যতম ‘মস্তিষ্ক’ ছিলেন ট্রাম্পের জামাই জেরার্ড কুশনার। ভোটের পরে মনে করা হয়েছিল, ওভাল অফিসে ‘জামাইরাজ’ প্রতিষ্ঠিত হতে চলেছে। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। প্রেসিডেন্টের ‘অন্যতম পরামর্শদাতা’র বেশি এগোতে পারেননি কুশনার। এবার ট্রাম্প এবং তার রানিং মেট জেডি ভান্সের পক্ষে প্রচারের অন্যতম মুখ ছিলেন সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স এবং টেসলার কর্ণধার ইলন মাস্ক। তিনি পরবর্তী সরকারে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা দানা বেঁধেছে।

ট্রাম্পের সরকারে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থনীতি, বাণিজ্য, অভিবাসন, অভ্যন্তরীণ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দফতরের সচিব কারা হতে পারেন সংবাদ সংস্থা রয়টার্স এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্ট। তাকে অর্থসচিব (ট্রেজারি সেক্রেটারি) হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প। ধনকুবের জন পলসন এবং ট্রাম্পের অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলোর নামও রয়েছে আলোচনায়।

জার্মানিতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেলকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হতে পারে বলে রয়টার্সের পূর্বাভাস। ট্রাম্প সরকারের বিদেশ সচিব হতে পারেন তার প্রথম দফার মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা রবার্ট ও’ব্রায়েন। তবে প্রভাবশালী রিপাবলিকান নেতা বিল হ্যাগারটি এবং ট্রাম্পের রাজ্য ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর মার্কো রুবিওর নামও রয়েছে জল্পনায়। প্রতিরক্ষামন্ত্রী পদে আলোচনায় রয়েছে তিনটি নাম- ফ্লোরিডা থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত মাইক ওয়াল্টজ, ট্রাম্পের আগের জমানায় সিআইএ প্রধান মাইক পম্পেও এবং ট্রাম্পের রাজনৈতিক পরমর্শদাতা তথা আরাকানসের রিপাবলিকান সেনেটর টম কটন।

প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য উপদেষ্টা পদে ছিলেন রবার্ট লাইথাইজর। এবার তাকে বাণিজ্যমন্ত্রী পদে দেখা যেতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ আর্থিক পরামর্শদাতা তথা ক্যান্টর ফিটজেরাল্ডের কর্ণধার হাওয়ার্ড লুটনিক রয়েছেন ওই পদের দৌড়ে। আমেরিকা সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ এবং ট্রাম্পের প্রথম মেয়াদে অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরের প্রধান চাদ ওলফ এ বার ওই দফতরের সচিব পদের দাবিদার হতে পারেন। সে সময় ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’-এর ডিরেক্টর টম হোমান পেতে পারেন অভিবাসন সংক্রান্ত দফতরের দায়িত্ব।

নতুন সরকারের অ্যাটর্নি জেনারেল পদে জন র‍্যাডক্লিফকে বেছে নিতে পারেন ট্রাম্প। তিনি প্রাক্তন হাউস সদস্য। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা (ন্যাশনাল ইন্টেলিজেন্স)-এর ডিরেক্টর ছিলেন। ওই পদে এ বার আসতে পারেন ট্রাম্প ঘনিষ্ঠ প্রসিকিউটর মাইক লি। তিনি উটা প্রদেশ থেকে নির্বাচিত সেনেটর। হোয়াইট হাউসে ট্রাম্পের ‘চিফ অব স্টাফ’ পদে সুসি উইলসকে দেখা যেতে পারে। তিনি এবারে ট্রাম্পের নির্বাচনী প্রচার সহকারী ছিলেন। আমেরিকার কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য, ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ডকেও এ বার ট্রাম্পের নয়া ‘টিমে’ দেখা যেতে পারে বলে জল্পনা রয়েছে।

উল্লেখ্য, আমেরিকার ৫০টি রাজ্যের ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। ট্রাম্প ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭০ পেরিয়ে গিয়েছেন। পরের ধাপে আগামী ১৩ ডিসেম্বর ইলেক্টরেরা সংশ্লিষ্ট রাজ্যের রাজধানীতে জড়ো হয়ে তাদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন। তার আগে অবশ্য রাজ্য নির্বাচন কর্তৃপক্ষকে ১১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ফেডেরাল কর্তৃপক্ষকে হস্তান্তর করতে হবে। ২০২৫-এর ৬ জানুয়ারি আমেরিকার কংগ্রেসের দু’কক্ষ, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যেরা আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে ট্রাম্পের অধিষ্ঠানকে অনুমোদন করবেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ট্রাম্প।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ