spot_img

ভরিতে ৩,৪৫৩ টাকা কমলো স্বর্ণের দাম

অবশ্যই পরুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। একই মানের স্বর্ণ কিনতে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) পর্যন্ত খরচ করতে হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

নতুন এই দর আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপা দুই হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দুই হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবশেষ গত ৪ নভেম্বর স্বর্ণের দাম সর্বোচ্চ ১৩৬৫ কমিয়েছিল বাজুস। যা পরদিন ৫ নভেম্বর কার্যকর হয়।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ