spot_img

সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের প্রতি চীনা প্রেসিডেন্টের আহ্বান

অবশ্যই পরুন

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল ও টেকসই করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার ট্রাম্পের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় চীনা প্রেসিডেন্ট বলেছেন, ‘ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকলে চীন ও আমেরিকা লাভবান হয়। আর দ্বন্দ্বমূলক সম্পর্কে উভয়ই ভোগান্তির শিকার হয়।’

তিনি বলেন, ‘চীন-আমেরিকার স্থিতিশীল, সুদৃঢ় ও টেকসই সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আকাঙ্ক্ষা পূরণ করে। উভয় পক্ষ পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতিগুলো বজায় রাখবে, সংলাপ ও যোগাযোগ জোরদার করবে।’ একইসাথে উভয় পক্ষের মধ্যকার মতপার্থক্যগুলো যথাযথভাবে সমাধান করার পক্ষ মত দেন শি।

দুই দেশের জন্য সুবিধা বয়ে আনে, এমন সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারিত করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান বিএনপি নেতা নজরুলের

সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু...

এই বিভাগের অন্যান্য সংবাদ