spot_img

ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে দরকার রাষ্ট্র সংস্কার: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে দরকার রাষ্ট্র সংস্কার। আর এ কাজে সবার থেকে পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ও বোস সেন্টার অফ অ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

৪ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, এমন দেশ গড়ে তোলা হবে যাতে বিশ্বই বাংলাদেশের কাছে আসে।

আগামীকাল থেকে ১০ নভেম্বর পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সায়েন্টিফিক সেশন চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, জাপান, হংকং, ভারত, পাকিস্তান ও নেপালের বিজ্ঞানীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করলো এফবিআই

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অন্তত ৫টি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা ছিল 'টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট' নামের গোষ্ঠীটির। গোপনে বিস্ফোরক...

এই বিভাগের অন্যান্য সংবাদ