spot_img

সারাদেশে অর্থনৈতিক শুমারি ১০ থেকে ২৬ ডিসেম্বর

অবশ্যই পরুন

আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী সারাদেশে অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের আওতায় পরিচালিত হবে। ৯৫ হাজার তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ৬৫টি তথ্য নেয়া হবে। এবারই প্রথম কর্মরত বিদেশীদের সবধরনের তথ্য সংগ্রহ করা হবে বলে।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে অর্থনৈতিক শুমারি-২০২৪ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে মূল শুমারির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।

বিবিএস জানায়, দেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়, এরপর দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া সম্ভব হবে। যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

বিবিএসের কর্মকর্তারা শুমারির প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি গ্রহণ ও সময়মত সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর থাকার কথা জানান।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ