spot_img

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য: সারাহ কুক

অবশ্যই পরুন

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ঢাকা সফররত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান বিচারপতির সাথে তার একাডেমিক ভবনে ৪৫ মিনিটব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড়ভাবে কাজ করতে চায়। প্রধান বিচারপতির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগে আধুনিকীকরণ এবং দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্য তার সহায়তা প্রদান করবে।’ নির্দিষ্ট প্রকল্পের কথা না বলা হলেও, যুক্তরাজ্য বাংলাদেশের বিচার বিভাগের নানা স্তরে উন্নয়ন সহযোগিতা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে কোনো আইসিসি ইভেন্টের। তবে ভারতের কারণে আসরের সবগুলো ম্যাচ আয়োজন করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ