spot_img

ভোটের ফলাফলে হতাশ কমলা

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার কাজ চলছে. এবং প্রতিটি মুহূর্তে উত্তেজনা বাড়ছে। কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে থাকায় এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল। একইসঙ্গে তিনি সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এই অবস্থায় কমলা হ্যারিস সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

বিবিসি জানিয়েছে, কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, “আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না।” এই ঘোষণার পর থেকেই ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন।

বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে আছেন, আর একটিতে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। একটি স্টেটের ফল এখনও প্রকাশ হয়নি।
এইবারের নির্বাচনে সুইং স্টেটগুলোতে মোট ৮৮টি ইলেকটোরাল ভোট রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৯টি ভোট পেনসিলভানিয়ায়। বাকি রাজ্যগুলোর মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১০টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৬টি, নেভাদায় ৬টি এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবলমাত্র একটি সুইং স্টেটে কমলা হ্যারিসের লিড রয়েছে, আর তা হলো মিশিগান। এখানে ৩২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে কমলা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট, ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৪ শতাংশ।

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় সরকারি কর্মচারীদের বহুবিবাহ নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি

ইন্দোনেশিয়ার জাকার্তার সরকারি পুরুষ কর্মচারীদের জন্য বহুবিবাহ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিতর্কের জেরে বহুবিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি...

এই বিভাগের অন্যান্য সংবাদ