spot_img

রাস্তা দখল করে আর কোনো দোকান বসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

এখন থেকে রাস্তা দখল করে আর কোনো দোকান বসবে না, এ ব্যাপারে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। একইসাথে রাস্তায় আর দোকান বসতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ইদানিং চাঁদাবাজি বেড়ে গেছে৷ চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। চাঁদাবাজরা যতবড় প্রতাপশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি জানান, মোহাম্মদপুরের অবস্থা উন্নতি হয়েছে। সেটাকে মডেল ধরে পুরো ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। তবে শহরে যানজট বেড়ে গেছে, প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। এগুলো বন্ধে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ