spot_img

ট্রাম্প থেকে ২৫ ইলেক্টোরাল কলেজ ভোটে পিছিয়ে কমালা

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২০৫টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬০,০৯০,৮৬৯। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫১.০৫ ভাগ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৫৫,৯৮৬,৭৯৫ ভোট বা ৪৭.৫৬ শতাংশ ভোট।

টাই হলে কী হবে?
দু’জন প্রার্থীই ২৬৯টি করে ইলেক্টোরাল কলেজ ভোট পেলে টাই হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে।

তখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে। এটিকে বলা হয় কন্টিনজেন্ট ইলেকশন।

অন্যদিকে সেনেটে ভোট হবে ভাইস প্রেসিডেন্টের জন্য।

তবে গত ২০০ বছরেও এমন কিছু ঘটেনি।

নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হবেন, তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নিবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা হবে প্রেসিডেন্টের ৬০তম শপথ অনুষ্ঠান।

নতুন প্রেসিডেন্ট সেখানে সংবিধান সমুন্নত রাখার শপথ নেবেন ও ভাষণ দেবেন।

সূত্র : বিবিসি, ভিওএ এবং অন্যান্য

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় সরকারি কর্মচারীদের বহুবিবাহ নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি

ইন্দোনেশিয়ার জাকার্তার সরকারি পুরুষ কর্মচারীদের জন্য বহুবিবাহ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিতর্কের জেরে বহুবিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি...

এই বিভাগের অন্যান্য সংবাদ