spot_img

দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে উড়িয়ে দিলো লিভারপুল

অবশ্যই পরুন

ঘরের মাঠে ফেভারিট লিভারপুল গোলহীন প্রথমার্ধ জুড়ে ছিল সাদামাটা। তবে দ্বিতীয়ার্ধে লেভারকুজেনকে আক্রমণে ধরাশায়ী করে গোলের বন্যা বসিয়ে দেয় সালাহরা।আর তাতে চ্যাম্পিয়নস লীগে অব্যহত থাকল অলরেডসদের জয়যাত্রা।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে আর্না স্লটের দল।দুর্দান্ত এক হ্যাটট্রিকে লিভারপুলের জয়ের নায়ক লুইস দিয়াস। দলের অন্য গোলদাতা কোডি গাকপো। এ নিয়ে লেভারকুজেনের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল।

এদিন অবশ্য ম্যাচের শুরু দেখে এমন একপেশে ফলাফলের অনুমান করা যায়নি।প্রথমার্ধে প্রায় ৫৮ শতাংশ সময় বল দখলে ছিল লেভারকুজেনের তবে আক্রমণে সুবিধা করতে পারেনি জার্মান দলটি।বিরতির আগে লিভারপুলের নয় শটের বিপরীতে লেভারকুজেন শট নিয়েছে পাঁচটি।

১৪ তম মিনিটে কার্টিস জোন্সের শট ঠেকিয়ে দেন লেভারকুজেন গোলরক্ষক।দুই মিনিট পর একই অভিজ্ঞতা হয় লেভারকুজেনের এডমুন্ড টাপসোবার।

৪৪তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠান জেরেমি ফ্রিমপং। তবে এই ডাচ ডিফেন্ডারের হ্যান্ডবলের জন্য মেলেনি গোল।গোলশুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরেও সুবিধা করতে পারছিল না স্লটের দল।শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের ৬১ মিনিটে ভাঙে লেভারকুসেনের রক্ষণ দুর্গ।কার্টিস জোন্সের দুর্দান্ত এক থ্রু পাস ধরে গোল করেন লুইস দিয়াজ। এই গোলের রেশ কাটার আগেই ২ মিনিট অসাধারণ এক হেডে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।

৮৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন দিয়াস। সালাহর ক্রস দূরের পোস্টে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই কলম্বিয়ান তারকা।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লিভারপুল। টানা দুই জয়ে আসর শুরুর পর একটি করে ড্র ও হারে বেশ পিছিয়ে পড়েছে লেভারকুজেন। ৭ পয়েন্ট নিয়ে আপাতত ১১ নম্বরে আছে তারা।

সর্বশেষ সংবাদ

২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও

খাদ্যশস্য ও চিনির দাম কমার কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আগের বছরের গড়ের তুলনায় দুই দশমিক এক শতাংশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ