spot_img

লিসবনের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

অবশ্যই পরুন

লিসবনে কিকঅফের আগে রুবেন আমোরিমের দিকে নজর ছিল সবার। এরিক টেন হ্যাগ বরখাস্ত হওয়ার পর ম্যানইউর দায়িত্ব নিয়েছেন তিনি। স্পোর্তিং লিসবনের হয়ে শেষ হোম ম্যাচ, প্রতিপক্ষ ভবিষ্যতের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এমন ম্যাচে তাকে অবিস্মরণীয় উপহার এনে দিলেন শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো সিটিজেনরা, মঙ্গলবার পর্তুগিজদের কাছে হেরেছে ৪-১ গোলে।

ভিক্তর গিওকেরেসের হ্যাটট্রিকে সিটিকে বিধ্বস্ত করেছে স্পোর্তিং। অথচ প্রথমার্ধে তাদের ওপর চাপ তৈরি করে লিড ধরে রাখার ইঙ্গিত দিলেও পারেনি ম্যানসিটি। চতুর্থ মিনিটে ফিল ফডেন গোল করে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে আরও ব্যবধান বাড়াতে পারতো তারা। উল্টো ৩৮ মিনিটে গিওকেরেস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।

কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা পাল্টে যায়। কিকঅফ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ম্যাক্সিমিলিয়ানো আরাউজো স্পোর্তিংকে লিড এনে দেন। তারপর গিওকেরেস পেনাল্টি স্পট থেকে স্পোর্তিংকে আরও এগিয়ে দেন।

আর্লিং হাল্যান্ড ম্যানসিটিকে ম্যাচে ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু পেনাল্টি থেকে তিনি বল সরাসরি ক্রসবারে মারেন। বিপরীতে গিওকেরেস আরেকটি পেনাল্টি থেকে দলের চতুর্থ গোল করেন।

আগামী ১১ নভেম্বর ম্যানইউর দায়িত্ব নেওয়ার আগে আমোরিম চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিংকে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। চলতি আসরে প্রথম হারে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে সিটিজেনরা।

সিটি কোচ পেপ গার্দিওলা বললেন, ‘৪-১ গোলে হেরে যাওয়ার পর আসলে বলার কিছু থাকে না। প্রথমার্ধে আমরা চমৎকার খেলেছি কিন্তু গোল পেতে ভুগতে হয়েছে। সহজ পাস আমরা মিস করেছি। দ্বিতীয়ার্ধটা আমরা মানসিকভাবে স্থির ছিলাম না।’

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ