spot_img

রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

অবশ্যই পরুন

ইরান অভ্যন্তরীণভাবে নির্মিত কাওসার ও হুদহুদ নামের দুটি উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে। ইরানের বেসরকারি খাতে নির্মিত এই প্রথম কোনো উপগ্রহ কক্ষপথে পাঠানো হলো।

পূর্ব রাশিয়ার ভোস্টোচনি উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রাশিয়ান ‘সোয়ুজ’ রকেটের সাহায্যে গতকাল সোমবার রাতে এগুলো কক্ষপথে উৎক্ষেপণ করা হয়।

‘কাওসার’ একটি উচ্চ-রেজুলেশন ইমেজিং স্যাটেলাইট এবং ‘হুদহুদ’ ইরানের প্রথম যোগাযোগ উপগ্রহ। বেসরকারিভাবে এসব উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করার ঘটনাকে দেশের মহাকাশ শিল্পের জন্য নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কাওসার উপগ্রহটি কৃষি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের জন্য উচ্চ রেজুলেশেনের ছবি তুলে পাঠাতে পারবে। অন্যদিকে, হুদহুদ উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি এবং ইন্টারনেট ব্যবস্থায় অবদান রাখবে। সেক্ষেত্রে ইরানের দুর্গম অঞ্চলে যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করবে এই উপগ্রহ।

রাশিয়া মাঝে মাঝে ইরানকে মহাকাশে তার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সাহায্য করে। যদিও ইরানেরও এসএলভি এবং উৎক্ষেপণ সাইটসহ নিজস্ব মহাকাশ কর্মসূচি রয়েছে। তবে এবার কাওসার স্যাটেলাইটের ওজন বেশি হওয়ার কারণে একটি রাশিয়ান ক্যারিয়ারের প্রয়োজন ছিল। এজন্য সোয়ুজ রকেটটি বেছে নেয়া হয়। হুদহুদ উপগ্রহটি তুলনামুলক কম ওজনের।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতার যে সমাধান দিলেন শেহজাদ

রাজনৈতিক বৈরিতার জের ধরে লম্বা সময় ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে ভারত-পাকিস্তান। দুই দেশের দেখাই হয় শুধুমাত্র এসিসি এবং আইসিসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ