spot_img

আগ্রাসন চালাতে নয় আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি : ইরান

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসন প্রতিহত করার জন্য তার দেশ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানো বা যুদ্ধ শুরু করার জন্য নয়।

সোমবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র রেখেছি যাতে তারা আমাদের ওপর হামলা করার দুঃসাহস না দেখায়। কারো বিরুদ্ধে আগ্রাসী হামলা চালানো বা অন্য দেশ দখল করা আমাদের উদ্দেশ্য নয়।

তিনি বলেন, ইসরাইলের মতো আগ্রাসীরা যেমন গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে বা অন্য যেকোনো স্থানে যাকে খুশি টার্গেট করছে, সেরকম আচরণ যাতে ইরানের সাথে করতে না পারে সেজন্য এদেশের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ইসরাইলি ভয়াবহ গণহত্যার সামনে আত্মসমর্পণ না করায় গাজাবাসী ফিলিস্তিনিদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ইসরাইল এক বছরেরও বেশি সময় ধরে সব ধরনের মারণাস্ত্র নিয়ে গাজাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও এই উপত্যকার অধিবাসীরা নিজেদের ‘সম্মান ও মহত্ব’ বজায় রেখেছে।

গাজা উপত্যকার ওপর ইসরাইলের গত এক বছরের বেশি সময় ধরে চলমান গণহত্যায় অন্তত ৪৩ হাজার ৩০০ নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগ নারী ও শিশু।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ভারতের প্রজাতন্ত্র দিবসে উপদেষ্টাদের উপস্থিতি স্বাভাবিক ঘটনা: পররাষ্ট্রের মুখপাত্র

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের হাইকমিশনে অভ্যর্থনা অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাদের উপস্থিতি খুব স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ