spot_img

ড্যানিয়েলকেই আবারও বিয়ে করলেন সানি লিওন!

অবশ্যই পরুন

দাম্পত্য জীবনের দীর্ঘ ১৩ বছর পর ফের বিয়ে করলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী সানি লিওন। কিন্তু আসলেই কি ফের বিয়ে করেছেন তিনি। মূলত জনসম্মুখে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেছেন। নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পাত্র কিন্তু নতুন কেউ নন। সেই ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই এ আয়োজন করেছেন অভিনেত্রী।

নিজেদের মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও মজবুত করার জন্য সম্পর্কটি উদযাপন করে বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সানি-ড্যানিয়েলে। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্র সৈকতে তাদের এই আসর বসেছিল। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সোমবার (৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের দুটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার আমরা বিয়ে করেছিলাম ঈশ্বর, পরিবার ও বন্ধুদের সামনে।’

‘এবার আমরা বিয়ে করেছি যেখানে ছিলাম মাত্র ৫ জন। তুমি আজও আমার জীবনের ভালোবাসা এবং আজীবন আমারই থাকবে তুমি। আমি তোমাকে ভালোবাসি ড্যানিয়েল।’

সানি লিওনের ছবিতে দেখা গেছে সাদা ও গোলাপি থিমে তাদের অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল। একদম ছিমছাম ও পারিবারিক আয়োজন ছিল। আর বিশেষ দিনটি স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশোর সঙ্গে কাটিয়েছেন। সবার পরনে ছিল সাদা পোশাক। তবে ডিপনেক ওয়েডিং গাউনে দৃষ্টি কেড়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সানি লিওন। তাদের চাওয়া ছিল, পুনরায় বিয়ের আয়োজন করবেন। আর সেই আয়োজনে যেন তাদের সন্তানরা অংশ নিতে পারে। এ জন্য এতদিন অপেক্ষা করছিলেন তারা। এবার সেই স্বপ্ন পূরণ করলেন এ দম্পতি।

২০১১ সালে বিয়ে করলেও ২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে একটি কন্যাসন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। তখন ওই সন্তানের বয়স ছিল মাত্র ২১ মাস, নাম রাখা হয় নিশা। এর পরের বছর, অর্থাৎ ২০১৮ সালের মার্চে এ দম্পতি জানান, সারোগেসির মাধ্যমে জমজ ছেলে সন্তান আসছে তাদের সংসারে। পরে যাদের নাম রাখা হয় নোয়া ও আশহের।

বলিউডের এ আইটেম গার্লকে পরবর্তীতে অনুরাগ ক্যাশপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে দেখতে পাবেন দর্শকরা। গত বছরই কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে সিনেমাটি।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ