spot_img

ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন

অবশ্যই পরুন

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত যেকোনো জাহাজে ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রাখবে। এক্ষেত্রে কোনো জাহাজের মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় নেয়া হবে না।

রোববার জেনারেল সারি বলেন, ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলকব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানির কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে। কিন্তু এসব জাহাজের সাথে অন্য যে কোম্পানিই চুক্তি করুক না কেন, তারা কেউ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না।

জেনারেল সারি সুস্পষ্ট করে বলেন, জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না।

জেনারেল সারি বলেন, গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে অনেক ইসরাইলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছে। কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে এবং তারা সেভাবেই ব্যবস্থা নেবে। লোহিত সাগর এবং বাবুল মান্দেব প্রণালী এলাকায় ইসরাইলি জাহাজ চলাচলের জন্য জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

টিকটকের সব কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে কানাডা

সময়ের সঙ্গে বেড়েই চলেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের জনপ্রিয়তা। তবে অনেকেই নিরাপত্তার সংকটের কথাও বলেন। এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে...

এই বিভাগের অন্যান্য সংবাদ