মার্কিন নির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে তখনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশার ঝুলি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
এবার নর্থ ক্যারোলিনার শার্লট শহরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আমরা সবাই চাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হোক এবং বন্দিরা ঘরে ফিরে আসুক।
এসময় তিনি প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই বিষয়গুলোতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এসময় ডোনাল্ড ট্রাম্পকে ‘অস্থিতিশীল এবং ক্ষমতার অপব্যবহারের ঝোঁক থাকা একজন’ হিসেবে উল্লেখ করেন তিনি।
এসময় কমলা আরও বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার ‘শত্রু তালিকা’র ওপরই মনোযোগ দেবেন। তিনি ভিন্নমত পোষণকারীদের শত্রু মনে করেন। এর বিপরীতে হ্যারিস বলেন, ‘আমি এমন এক নেতৃত্বের অনুসারী, যেখানে বিরোধীদেরও মত প্রকাশের সুযোগ দেওয়া হবে। এটাই প্রকৃত নেতৃত্ব।’
প্রেসিডেন্ট নির্বাচিত হলে হ্যারিস একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে ১০ কোটিরও বেশি আমেরিকানের জন্য কর কমানো, খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আইন প্রণয়ন এবং সবার জন্য আবাসনের ব্যবস্থা করা।
এ বিষয়ে কমলা হ্যারিস বলেন, ‘আমার প্রধান অগ্রাধিকার হচ্ছে জীবনযাত্রার খরচ কমানো।’
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন। ডেমোক্র্যাট দলীয় ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকে যেকোনো একজনকে বেছে নেওয়ার এই যুদ্ধে আগ্রহ রয়েছে গোটা বিশ্বের।
সূত্র: বিবিসি