spot_img

ঘরের মাঠে ধবলধোলাই ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই! স্বপ্নের মতোই বটে। তাও আবার আভিজাত্যের টেস্ট ফরম্যাটে। তবে বিস্ময়কর এই কাণ্ডই ঘটে গেল ওয়াংখেড়েতে। প্রথম দুই ম্যাচ হেরে ভারত সিরিজ খুইয়েছিল আগেই, এবার শেষ টেস্টেও তাদের হারিয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। দুই যুগ পর নিজেদের মাঠে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পেলো ভারত!

সাদা পোশাকে ঘরের মাঠে ভারত ধবলধোলাই হয়েছিল ইতিহাসের মাত্র একবার। ২৪ বছর আগে, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে সেটা ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচ টেস্ট সিরিজে এবারই ভারত প্রথমবার ধবলধোলাই হলো।

তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে রোববার ২৫ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২১ রানে অলআউট করে দিয়েছে তারা। যদিও প্রথম ইনিংসে লিড পেয়েছিল ভারত, ২৩৫ রানে আটকে দিয়ে করেছিল ২৬৩ রান।

বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পায় কিউইরা। যা ১৯৯৮ সালের পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়। এরপর পুনে টেস্টে ১১৩ রানের বিশাল জয়ে প্রথমবারের মতো ভারতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় তারা।

সিরিজের তৃতীয় টেস্টে শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। যেই ওয়াংখেড়ে বরাবরই ভারতের সৌভাগ্য বয়ে আনে, কত নাটকের সুন্দর পরিসমাপ্তি ঘটেছে এখানে। এবার সেই মাঠেই প্রথমবার ৩-০ তে ধবলধোলাইয়ের স্বাদ পেল ভারত।

টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে বেশিদূর যেতে পারেনি কিউইরা, ২৩৫ রানেই শেষ হয় তাদের দৌড়। জবাব দিতে নেমে বেশিদূর যেতে পারেনি ভারতও, ২৬৩ রানে শেষ হয় তাদের ইনিংস। ২৮ রানের লিড নেয়।

ভারতের সেই লিড ভাঙলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭১ রান তুলতেই হারিয়ে ফেলে ৯ উইকেট। লিড ভাঙার পর দ্বিতীয় দিনে তাদের পুঁজি দাঁড়ায় ১৪৩ রান।

আজ রোববার সেই সাথে আর ৩ রান যোগ করতেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।

সেই রান তাড়া করতে নেমে টপাটপ উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মাকে ফিরিয়ে শুরুটা করেন ম্যাট হেনরি। এরপর ব্যা হাতে নেন এজাজ প্যাটেল। এই বাঁহাতি স্পিনার শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘরে পাঠান। দু’জনই ১ রান করে তুলেন।

১৮ রানে ৩ উইকেট হারালেও যশ্বসী জয়সওয়াল আশার বাতি হয়ে টিকে ছিলেন। তবে ৬.৫ ওভারে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্লেন ফিলিপস। পরের ওভারে সরফরাজ খানকে এজাজ প্যাটেল ১ রানে ফেরালে ২৯ রানে ৫ উইকেট হারায় ভারত।

এরপর থেকে লড়াইটা হয়ে উঠে রিশাভ পান্ত বনাম নিউজিল্যান্ডের। একা হাতেই দলকে টানতে থাকেন তিনি। অপরপ্রান্ত দিয়ে ধারাবাহিকভাবে উইকেট পড়লেও লড়াই জারি রাখেন পান্ত। জাদেজার সাথে ৪২ রানের জুটি গড়েন। যেখানে জাদেজার সংগ্রহ মাত্র ৬।

এরপর ওয়াশিংটন সুন্দরের সাথে ৩৫ রান যোগ করলেও ২৬ রানই ছিল পান্তের। একটা সময় জয় আর পরাজয়ের মাঝে কিউইদের গলার কাঁটা হয়ে উঠেন পান্ত। তবে এজাজ ফেরান তাকেও, উইকেট কিপারকে ক্যাচ দিয়ে ফেরেন ৫৭ বলে ৬৪ রানে।

পান্তের আউটের সময় ভারতের প্রয়োজন ছিল আরো ৪০ রান, নিউজিল্যান্ডের ৩ উইকেট। ওয়াশিংটন সুন্দর চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে ১২ রানে আউট হয়ে ফিরেছেন সুন্দর।

তাতে ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো কোনো দল ১৫০ রানের কম পুঁজি নিয়ে টেস্ট জিতল। অবিশ্বাস্য এই অর্জনে সবচেয়ে বড় অবদান এজাজ প্যাটেলের। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর এই ইনিংসেও নেন ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৩৫/১০ (মিচেল ৮২, ইয়াং ৭১; জাদেজা ৫/৬৫, সুন্দর ৪/৮১)।

ভারত ১ম ইনিংস: ২৬৩/১০ (গিল ৯০, পন্ত ৬০; এজাজ ৫/১০৩)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১৭৪/১০ (ইয়াং ৫১, ফিলিপস ২৬; জাদেজা ৫/৫৫, অশ্বিন ৩/৬৩)।

ভারত ২য় ইনিংস : ১২১/১০ (পন্ত ৬৪, সুন্দর ১২; এজাজ ৬/৫৭; ফিলিপস ৩/৪২)।

ফল: নিউজিল্যান্ড ২৫ রানে জয়ী।

ম্যাচ সেরা:এজাজ প্যাটেল (১১উইকেট)।
সিরিজ: নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
সিরিজ সেরা: উইল ইয়াং (২৪৪ রান)।

সর্বশেষ সংবাদ

পুলিশের সব ইউনিটের সদস্যরা একই পোশাক পরবেন : ডিএমপি কমিশনার

আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না, সব ইউনিটের পুলিশ সদস্যরা একই পোশাক পরবেন বলে জানিয়েছেন ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ