spot_img

অতি প্রবল ইয়াস, রেড অ্যালার্ট জারি পশ্চিমবঙ্গ ও ওড়িশায়

অবশ্যই পরুন

প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। ওড়িশা উপকূল দিয়ে প্রবেশ করে সকাল সাড়ে ১১টার মধ্যে আঘাত হানতে পারে ভারতের স্থলভাগে।

রেড অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতে পারে ওই অঞ্চলে। আবহাওয়া বিভাগের সবশেষ বুলেটিন অনুযায়ী, দিঘা থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড় ইয়াসের।

পূর্বাভাস বলছে, আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। এর প্রভাবে মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত চলছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাসহ উপকূলীয় এলাকায়।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে উপকূলীয় এলাকার প্রায় ৩৫ লাখ মানুষকে।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ