spot_img

মেসির ছোটবেলার বন্ধু আগুয়েরো!

অবশ্যই পরুন

তবে কি বার্সেলোনায় জুটি বেঁধে খেলতে যাচ্ছেন দুই আর্জেন্টাইন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো?

চারদিকে যে গুঞ্জন, তাতে এমনটা হওয়ার বেশ ভালো সম্ভাবনাই রয়েছে। তবে এক্ষেত্রে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করতে যাওয়া আগুয়েরোকে শুধু ক্যাম্প ন্যুতে গেলেই হবে না, মেসিকেও থেকে যেতে হবে তার শৈশবের ক্লাবে। যে সম্ভাবনার পালেই এবার হাওয়া দিলেন আর্জেন্টাইন স্পোর্টিং ডিরেক্টর হুগো টোকাল্লি।

আর্জেন্টিনার বষয়ভিত্তিক দলে মেসি ও আগুয়েরোর সঙ্গে কাজ করেছেন টোকাল্লি। ২০০৫-২০০৭ পর্যন্ত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন তিনি। সেই সময়ে মেসি ও আগুয়েরোর সম্পর্কের কথা সামনে এনেছেন টোকাল্লি।

আর সেই সম্পর্কই যে ক্লাব ফুটবলে দুজনকে এক জায়গায় মিলিয়ে দিতে পারে, সেই সম্ভাবনার কথা বলেছেন টোকাল্লি। বলেন, ‘তাদের মধ্যে অনেক বছর ধরে খুব ভালো সম্পর্ক। টিম মিটিংয়েও তারা সব সময় এক সঙ্গে থাকতো। তারা ছোটবেলা থেকেই বন্ধু।’

সিটির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া আগুয়েরো যে বার্সেলোনাতে যোগ দিতে যাচ্ছেন, সেই সম্ভাবনার কথা বলেছেন পেপ গার্দিওলাও। গত রবিবার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচের পরই আগুয়েরোর বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনার কথা বলেন সিটি কোচ। তার কথায়, ‘সে (আগুয়েরো) বিশ্বের সেরা ফুটবালের (মেসি) পাশে খেলতে যাচ্ছে।’

তবে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে এলোও এখনো নতুন চুক্তিতে যাননি মেসি। আগুয়েরোর চুক্তির বিষয়েও বার্সেলোনা আনুষ্ঠানিক কিছু জানায়নি।

সর্বশেষ সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা....

এই বিভাগের অন্যান্য সংবাদ