spot_img

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই বোন

অবশ্যই পরুন

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাত ৮ টার দিকে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের আজম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডলি আক্তার (৪০), ও লায়লা বেগম (৩৫)। তারা সম্পর্কে আপন বোন ছিলেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিবিরহাটের দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্স চলন্ত একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিক্সার তিন যাত্রী গুরুতর আহত হয়।

পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দু’জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে আহত লায়লাও মৃত্যু বরণ করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করেছে।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়াকে উপহার পাঠালো রাশিয়া

উত্তর কোরিয়াকে ‘উপহার’ হিসেবে ৭০টির বেশি প্রাণী পাঠিয়েছে রাশিয়া। বুধবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে রুশ সরকার। উপহার...

এই বিভাগের অন্যান্য সংবাদ