পরমাণু কেন্দ্রগুলো ‘সীমিত আকারে’ পরিদর্শনের জন্যে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের জানিয়েছেন, শর্ত অপরিবর্তন রেখে আরও এক মাস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে গেল ফেব্রুয়ারি মাসে ইরান ও আইএইএ ওই চুক্তি করে। গুরুত্বপূর্ণ ওই চুক্তি অনুযায়ী সংস্থাটি উপসাগরীয় দেশটির পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী জাতিসংঘের পরমাণু সংস্থা আগামী আরও এক মাস ইরানে তাদের ‘প্রয়োজনীয়’ পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে পরমাণু কেন্দ্রগুলোতে তাদের প্রবেশ সীমিত থাকবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কেন্দ্রগুলোতে আকস্মিক পরিদর্শন করতে পারবে না।
এর আগে ফেব্রুয়ারিতে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি গণমাধ্যমকে বলেন, আমরা একটি দ্বিপাক্ষিক সাময়িক চুক্তিতে পৌঁছেছি। চুক্তি মোতাবেক আগামী তিন মাস সংস্থাটি প্রয়োজনীয় পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর উদ্ভূত পরিস্থিতি কয়েক মাসের জন্যে সামাল দেওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে না নিলে ইরান আইএইএর পরিদর্শন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল।