spot_img

বাস মালিকরাও আসছেন প্রণোদনার আওতায়

অবশ্যই পরুন

এবার প্রণোদনার আওতায় আসছেন বাস মালিকরা। স্বল্প সুদে বাস মালিকদের ঋণের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকারের নির্দেশনায় প্রায় ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হচ্ছে। রোববার ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাসের, বোর্ড সচিব মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

বোর্ড সূত্রে জানা যায়, সরকারি ছয় ব্যাংকের ২০২০ সালভিত্তিক ক্যামেল রেটিং ও অফ-সাইট সুপারভিশন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০১৯-২০ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান ও সোনালী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভাস চন্দ্র দাসের মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া কৃষি ব্যাংকের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে কৃষকদের মধ্যে বিতরণ করা ঋণের রাষ্ট্রীয় গ্যারান্টি পরিশোধের সময় বৃদ্ধি এবং পুনঃঅর্থায়ন ঋণের টাকা পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ