spot_img

চীনে হাইব্রিড ধানের জনক আর নেই

অবশ্যই পরুন

চীনে হাইব্রিড ধানের জনক হিসেবে পরিচিত কৃষিবিদ ইউয়ান লংপিং মারা গেছেন। শনিবার দেশটির হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে লংপিংয়ের বয়স হয়েছিল ৯০ বছর। লংপিং বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। খবরে এএফপি।

শিনহুয়ার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়, হাইব্রিড ধান বিকাশে সহযোগিতা ও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের অনাহার দূর করায় অবদান রাখা লংপিংকে জাতীয় বীর হিসেবে দেখে চীন। ১৯৭৩ সালে বিশ্বের প্রথম উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ শুরু করেন লংপিং। প্রচলিত জাতের চেয়ে ২০ শতাংশ বেশি ধান উৎপাদন হয় হাইব্রিড বীজে।

লংপিংয়ের হাত ধরে চীনসহ পৃথিবীর অন্যান্য ধান উৎপাদনশীল অঞ্চলে হাইব্রিডের ব্যাপক চাষাবাদ শুরু হয়। ১৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাইব্রিড ধান উৎপাদনের দিকে ঝুঁকেছে চীন। পূর্ব এশিয়ার দেশটি বর্তমানে ১ কোটি ৬০ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়। এর মাধ্যমে প্রতি বছর দেশটির বাড়তি ৮ কোটি মানুষের খাদ্যের জোগান দেয়া সম্ভব হয়েছে।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ