spot_img

ইসলামবাদের সেই চা বিক্রেতা লন্ডনে খুলতে যাচ্ছে ক্যাফে

অবশ্যই পরুন

পাকিস্তানের ২৩ বছর বয়সী ‘আরশাদ খান চা-বিক্রেতা’। তরুণ বয়সী চা বিক্রেতা মাত্র দুই বছরের মধ্যেই নিজের কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আরশাদ খান ইসলামবাদ থেকে এবার লন্ডনে ক্যাফে খুলতে যাচ্ছেন। খবর আনন্দবাজারের।

আরশাদ খানের চা বিক্রেতার চোখের জাদুতে মুগ্ধ হয়ে গত দেড় বছর আগে নেটদুনিয়ায় ভাইরাস হয়ে যান। আলোচনায় আসে আরশাদ খানের চা বিক্রির কৌশল। সময় পেরিয়েছে সেই সাধারণ চা বিক্রেতা আরশাদ এখন ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তোরাঁর মালিক।

জানা যায়, পাকিস্তানের ইসলামাবাদ ছাড়িয়ে তার চায়ের জাদু এবার লন্ডনে পৌঁছে দিতে চান। লন্ডনে ক্যাফে খুলতে চলেছেন আরশাদ খান চাওয়ালা। ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’-এ আরশাদ এমনটাই জানিয়েছেন।

পাকিস্তানী আরশাদ খানের ইসলামাবাদে থাকা ক্যাফের নাম ‘ক্যাফে চা-ওয়ালা’। আরশাদ বলেছেন, দোকানের নাম পরিবর্তনে অনেকে বলেছেন কিন্তু আমি ‘ক্যাফে চা-ওয়ালা’ নামটি পরিবর্তনের পক্ষে নেই। ইসলামাবাদের তার কাফেতে ১৫-১২টি ডিশ রোজ তৈরি হয়।’

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ