শারীরিকভাবে অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে তার আদাবরের বাসায় গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় থেকে চিকিৎসা নেয়া রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
শনিবার (২২ মে) দুপুরে রিজভীকে দেখতে তার আদাবরে ঢাকা হাউজিংয়ের বাসায় যান বিএনপি মহাসচিব। সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার (২১ মে) বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহানও রিজভীকে দেখতে যান। তার শারীরিক খোঁজ নেয়ার পর চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী।
তবে আরও এক মাসেরও বেশি সময় তাকে বাসায় বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।