spot_img

তামিমের ঝড়ো ব্যাটিংয়ের দিনে প্রস্তুতিটা ভাল হলো ব্যাটসম্যানদেরই

অবশ্যই পরুন

আইপিএল স্থগিত হওয়ার পর গত ২৫ দিন ক্রিকেটের বাইরে সাকিব,মোস্তাফিজ। এই সময়ে উন্মুক্ত বাতাসে বেরিয়েছেন মাত্র ২ দিন। অনুশীলন করতে পেরেছেন ২ দিন। শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে এই দুই সেনসেশনের ম্যাচ প্র্যাকটিসটা ছিল জরুরী।

বিকেএসপিতে সেই ম্যাচ প্র্যাকটিসই বৃহস্পতিবার করতে পেরেছেন সাকিব-মোস্তাফিজ। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রিয় পজিশন তিন নম্বরে ব্যাটিংয়ের গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে সাকিবকে। সেই পজিশনে ব্যাটিংটা ঝালিয়ে নিতে শুরুটা করেছিলেন দারুণ।

তবে অফ স্পিনার শেখ মেহেদীর বলে বোল্ড আউট হয়েছেন ২৮ রানের মাথায়। ২০ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২৮ রান। বোলিংও এদিন ঝালিয়ে নিয়েছেন। বিসিবি রেড ওপেনার লিটনকে এলবিডাব্লুউতে (১৫) দিয়েছেন ফিরিয়ে (১/৪৫)।

সাকিবের ম্যাচে ফেরার দিনে মোস্তাফিজ বোলিংয়ে খেয়েছেন মার (৭-০-৪৮-০)। কাঁধের ব্যাথায় প্রায় ২ বছর ধরে বোলিং করতে পারছেন না মাহমুদউল্লাহ। অনুশীলনে বোলিংয়ে রিদম খুঁজে পাওয়া এই অফ স্পিনার বৃহস্পতিবার ফিরেই দারুণ বোলিং করেছেন (৫-০-২৯-২)। ইমরুল কায়েস এবং শান্তকে আউট করেছেন মাহমুদউল্লাহ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৪৫ ওভারের একমাত্র অনুশীলন ম্যাচে তামিম-মুশফিকুরের বিসিবি রেড এর কাছে ৫ উইকেটে হেরে গেছে সাকিব-মাহমুদউল্লাহর বিসিবি গ্রীন। ২৪ বল হাতে রেখে জিতেছে বিসিবি রেড।

প্রস্তুতি ম্যাচে ব্যাটে ঝড় উঠেছে ব্যাটসম্যানদের।মার খেয়েছে পেস বোলাররা।  টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে বিসিবি গ্রীন স্কোর দাঁড় করায় ২৮৪/৩। ওভারপ্রতি ৬.৩১ হারে রান তুলেছে তারা। তা সম্ভব হয়েছে সৌম্য-নাইম শেখ-এর ওপেনিং পার্টনারশিপে ১১৩ এবং তৃতীয় উইকেট জুটিতে মাহমুদউল্লাহ-আফিফের ১৬৩ রানের কল্যানে।

নাইম শেখ ৪৩ বলে ৩৮ রান শেষে সাকিবকে ব্যাটিংয়ের সুযোগ দিতে রিটায়ার্ড করেছেন। সৌম্য ৭০বলে ৪ চার,৩ ছক্কায় ৬০ রানের হার না মানা ইনিংস উপহার দিয়েছেন। শেখ মেহেদীর বলে বোল্ড হওয়ার আগে ২০ বলে ২৮ রান করেছেন সাকিব। মাহমুদউল্লাহ ৫৪ বলে ৬ চার,২ ছক্কায় ৬২ রানের ইনিংস শেষে করেছেন রিটায়ার্ড। আফিফ সেখানে ৫৪ বলে ৭ চার,৩ ছক্কায় ৬৪ রানের ইনিংস শেষে একইভাবে ফিরে এসেছেন ড্রেসিং রুমে।

৪৫ ওভারে করতে হবে ২৮৫-ওভারপ্রতি ৬.৩২ রানের টার্গেট পাড়ি দিতে মোটেও বেগ পায়নি বিসিবি রেড। ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম নিজেই। মাহমুদউল্লাহ’র বলে শহীদুলের হাতে ক্যাচ দিয়ে আসার আগে ৫৮ বলে ৭ চার,৪ ছক্কায় করেছেন ৮০ রান। ব্যাটিং পাওয়ার প্লেতে দলকে এগিয়ে দিয়েছেন (৮৪/১) তামিম। মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম করেছেন ৫৫ বলে ৬ চার,২ ছক্কায় ৬৪। ফিনিশার হিসেবে দায়িত্বটা পালন করেছেন সাইফউদ্দিন (১২ বলে ৪ চার,১ ছক্কায় ২৪*)। শেখ মেহেদীও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন (২৭ বলে ২ চার,১ ছক্কায় ২৪*)।

বিসিবি গ্রীন : ২৮৪/৩ (৪৫.০ ওভারে), নাইম শেখ ৩৮,সৌম্য ৬০*,সাকিব ২৮,মিঠুন ৩,মাহমুদউল্লাহ ৬২ (রিটায়ার্ড), আফিফ ৬৪ (রিটায়ার্ড),মিরাজ ১৭,বিপ্লব ৩*,মোস্তাফিজ ৭-০-৪৮-০,সাইফউদ্দিন ৯-০-৬৫-০,শেখ মেহেদী ৯-০-৪০-২,শরীফুল ৭-০-৪৫-১, মোসাদ্দেক সৈকত ৮-০-৩৮-০,নাসুম ৫-০-৪৪-০।

বিসিবি রেড : ২৮৮/৫ (৪১.০), তামিম ৮০, লিটন ৫৫, ইমরুল ৩৩,মুশফিক ৬৪,শান্ত ৯,সৈকত ২৮, শেখ মেহেদী ২৪*,সাইফউদ্দিন ২৪*, মোসাদ্দেক ২*,তাসকিন ৬-০-৪৫-০,শহীদুল ৩-০-২৩-০,সাকিব ৬-০-৪৫-১,মিরাজ ৭-০-৫০-০,মাহমুদউল্লাহ ৫-০-২৯-২,তাইজুল ৬-১-২১-১,বিপ্লব ৩-১-৩১-১,আফিফ ২-০-৯-০।

ফল : বিসিবি রেড ৫ উইকেটে জয়ী।

সর্বশেষ সংবাদ

বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

দেশের মানুষ ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ